নতুন ইতিহাস গড়ার লক্ষ্য নিয়ে এশিয়া কাপ খেলতে গেছে বাংলাদেশ দল। সংযুক্ত আরব আমিরাত থেকে শিরোপা নিয়ে ঘরে ফিরতে চান লিটনরা। তবে এই কাজটা মোটেও সহজ হবে না। মহাদেশীয় এই টুর্নামেন্টে কিভাবে খেললে সাফল্য পাবে বাংলাদেশ দল, এবার সেই উপায়ই জানিয়ে দিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটে। টি-টোয়েন্টি টুর্নামেন্টে কোনো দলকে ছোট করে দেখার সুযোগ নেই। যেকোনো দলের যেকোনো দলই যেকোনো মুহূর্তে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার সক্ষমতা রাখে। তাই ম্যাচের ছোট ছোট বিষয়গুলোও বড় পার্থক্য গড়ে দিতে পারে। আর সেই বিষয়গুলোতেই ভালো করার পরামর্শ দিলেন বুলবুল। বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই অধিনায়ক মনে করেন, একটি টি-টোয়েন্টি ম্যাচে ব্যাটিং-বোলিং দুই দলের প্রায় একই থাকে। তবে ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারে ফিল্ডিং কিংবা দৌড়ে নেওয়া রানগুলো।...