একটি নির্ভরযোগ্য সূত্রে জানা যায়,গত ২০২৪ সালে ওই চক্রের সদস্য ময়েন উদ্দিন জাল ও ভুয়া পাসপোর্ট ও ভিসার মাধ্যমে বিদেশে অবৈধ পথে মানব পাচারের দায়ে ঢাকার একটি আদালতে মামলা হয় । ওই মামলায় ডিমলার ময়েন উদ্দিন,উত্তর সুন্দর খাতা গ্রামের তালে মামুদের ছেলে রবিউল ইসলাম ও একই গ্রামের রহিদুল ইসলামের স্ত্রী আনজুয়ারা বেগম সহ ৩ জনকে আসামি করে মামলা করা হয়। ওই মামলায় তারা সাজাপ্রাপ্ত পলাতক আসামী দেখিয়ে ডিমলা থানায় গ্রেফতারি পরোয়ানা পাঠানো হলেও তাদের গ্রেপ্তার করা হয়নি । ঢাকা র্যাব -২ সূত্রে জানা গেছে, গত ৭ সেপ্টেম্বর রোববার রাত ৮ টার দিকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে রাজধানীর হাজারীবাগ থানা পুলিশের সহযোগিতায় উত্তরা পশ্চিম থানাধীন ১১ নং সেক্টরে অভিযান চালিয়ে ময়েন উদ্দিনের ছেলে আসাদুজ্জামান আসাদ ও নুরুল হক...