হামাস নেতাদের হত্যায় কাতারে ইসরায়েলি বিমান হামলা যদি ব্যর্থ হয়ও, তেল আবিব ঠিকই পরেরবার সফল হবে, দোহায় আচমকা অভিযানের পর এমনটাই বলেছেন জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত জেখিল লেইতের। মঙ্গলবার ইসরায়েলের এ হামলা গাজায় যুদ্ধবিরতি অর্জনের চেষ্টা পুরোপুরি ভণ্ডুল করে দিয়েছে বলে অনেকেই আশঙ্কা করছেন। “এখন হয়তো আমরা খানিকটা সমালোচনার মুখে আছি। তবে এটা শেষ হয়ে যবে। ইসরায়েল আরও ভালোর জন্য পরিবর্তিত হচ্ছে,” মঙ্গলবার রাতে ফক্স নিউজের ‘স্পেশাল রিপোর্ট’ অনুষ্ঠানে লেইতের এ কথা বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এর কয়েক ঘণ্টা আগে ইসরায়েল হামাসের রাজনৈতিক নেতৃত্বকে হত্যার চেষ্টায় কাতারের রাজধানী দোহায় বিমান হামলা চালায়। তাদের এ হামলা মধ্যপ্রাচ্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। একতরফা এ হামলা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলি স্বার্থকে এগিয়ে নেবে না, বলেছে ওয়াশিংটন। এর আগে সোমবার জেরুজালেমের শহরতলিতে...