কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মায়ের হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং ন্যায় বিচার চেয়ে মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল করেছেন শিক্ষার্থীরা। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বর থেকে প্রধান ফটক হয়ে কেন্দ্রীয় মসজিদের পাশ দিয়ে মিছিল নিয়ে আবার গোল চত্বরে এসে শেষ হয়।আরো পড়ুন:১৬ ডাকাতি মামলার আসামিকে কুপিয়ে হত্যাজমিয়ত নেতা মুশতাক হত্যা: হাফিজ ৩ দিন রিমান্ডে কুমিল্লা শহরে জিন তাড়ানোর চিকিৎসার নামে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে আফরিন ও তার মাকে খুন করেন কথিত কবিরাজ মোবারক হোসেন, যাকে পুলিশ গ্রেপ্তার করেছে। এই ঘটনা জানাজানির দিনই আফরিনের কুবির সহপাঠীরা ক্যাম্পাসে বিক্ষোভ করে হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি এবং প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি তোলেন। আফরিন পড়নের লোক প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষে। তার হত্যার দাবিতে বুধবার আবার কর্মসূচি পালন করেন।...