এশিয়া কাপের দ্বিতীয় দিন আজ বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে ভারতের মুখোমুখি হয়েছে সংযুক্ত আরব আমিরাত। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ভারত তাদের ব্যাট করতে আমন্ত্রণ জানায়। এরপর তাদের নিয়ে উইকেট উৎসবে মেতে ওঠে ভারতের বোলাররা। তাদের তোপের মুখে মাত্র ১৩.১ ওভারে ৫৭ রানে অলআউট হয় আমিরাত। জিততে ভারতকে করতে হবে ৫৮ রান। ব্যাট করতে নেমে শুরুটা মন্দ হয়নি আমিরাতের। ভারতের মতো সেরা দলের বিপক্ষে ৩.৩ ওভারে তোলে ২৬ রান। ৮ ওভারে ২ উইকেটে তাদের রান ছিল ৪৭। সেখান থেকে ৫৭ রানে যেতেই অলআউট হয়ে যায় আমিরাত। যা ভারতের বিপক্ষে কোনো দলের সর্বনিম্ন দলীয় সংগ্রহ।আরো পড়ুন:মিরপুরের উইকেটের পরিবর্তনে বড় সিদ্ধান্ত, সরানো হলো গামিনিকেদুর্দান্ত সূচনায় এশিয়া কাপের মঞ্চ কাঁপাল আফগানিস্তান মিরপুরের উইকেটের পরিবর্তনে বড় সিদ্ধান্ত, সরানো হলো গামিনিকে দুর্দান্ত সূচনায় এশিয়া...