১০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১২ পিএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১২ পিএম লালন সাঁই ও সাধুগুরুদের জীবনাচারকে প্রাধান্য দিয়ে এবার পালিত হবে মহাত্মা লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবস। খাদ্যসেবা থেকে শুরু করে বসা, হাঁটাচলা—সব কিছু তাদের রীতি ও নিয়ম অনুসারে সম্পূর্ণ রিচুয়াল মেনে পালন করা হবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে কুষ্টিয়া শহরের সার্কিট হাউজ অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান। এতে উপস্থিত ছিলেন কবি ও চিন্তক ফরহাদ মজহার, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর, সেক্রেটারি আবু মনি জুবায়েদ রিপন, জামায়াতে ইসলামী কুষ্টিয়া শাখার সেক্রেটারি সুজা উদ্দিন জোয়ার্দারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এবং সুশীল সমাজের প্রতিনিধি। সভায়...