মাঝে সংযুক্ত আরব আমিরাত আর পাকিস্তানের কাছে পরপর ২ সিরিজ হেরেছে। মনে হচ্ছিল, শনির দশায় পেয়েছে টাইগারদের। এরপর শ্রীলঙ্কা সফরে গিয়েও প্রথম ম্যাচ হেরে আরও তলানিতে পড়ে যাওয়া। কিন্তু সেই পিছিয়ে পড়া অবস্থায় শ্রীলঙ্কার মাটিতে লঙ্কানদের ২-১ ব্যবধানে সিরিজ হারায় বাংলাদেশ। ওই সিরিজ জয় দিয়ে আবার নিজেদের ফিরে পাওয়া। তারপর ঘরের মাঠে পাকিস্তান ও নেদারল্যান্ডসকে হারিয়েছে লিটন দাসের দল। শুধু টানা তিন সিরিজ বিজয়ই নয়, আগের যে কোনো সময়ের চেয়ে পারফরম্যান্সের গ্রাফটাও উঠেছে ওপরে।তাই ভক্ত-সমর্থকরা আশাবাদী, এবারের এশিয়া কাপে হয়তো ভাল কিছু করতে পারে বাংলাদেশ। বলার অপেক্ষা রাখে না সেই ‘ভালো’ মানে হচ্ছে গ্রুপের গণ্ডি পেরিয়ে ‘সুপার ফোরে’ পা রাখা। আফগানিস্তান, শ্রীলঙ্কা আর হংকংয়ের সাথে গ্রুপে অন্তত দ্বিতীয় স্থান পাওয়াই প্রথম লক্ষ্য বাংলাদেশের। সেটা কি পারবে? হিসেব সহজ। গ্রুপে চার...