ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের জয় নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা বিশ্লেষণ চলছে। ঢাবিতে প্রথমবারের মতো সংগঠনটির এমন উত্থানকে অনেকে বিস্ময়কর হিসেবে দেখছেন। মূল্যায়ন করছেন নানাভাবে। অনেকে মনে করেন, ডাকসুতে শিবিরের বিজয় জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলতে পারে। এমনকি পাল্টে যেতে পারে ক্ষমতাকেন্দ্রিক রাজনীতির সমীকরণ। তবে বিষয়টিকে ভিন্ন চোখে দেখছেন ডাকসুর সাবেক দুই ভিপি মুজাহিদুল ইসলাম সেলিম ও মাহমুদুর রহমান মান্না। দুইজনই ছিলেন ডাকসাইটে ছাত্রনেতা। পরবর্তী সময়ে তারা নিজ নিজ দলের হয়ে জাতীয় রাজনীতিতে অবদান রাখছেন। ডাকসুতে শিবিরের বিজয়কে লজ্জাজনক হিসেবে দেখছেন মুজাহিদুল ইসলাম সেলিম। কারণ, তিনি মনে করেন, ছাত্রশিবির মূলত মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী জামায়াতের আদর্শে বিশ্বাসী। আর মান্না বলেছেন, সুষ্ঠু নির্বাচন হওয়ায় আমি খুশি। তবে মাহমুদুর রহমান মান্না মনে করেন, ছাত্র সংসদ আর জাতীয় সংসদ নির্বাচন এক জিনিস...