জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৯২ সালে। বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী প্রতিবছর এ নির্বাচন হওয়ার কথা থাকলেও গত বছরে তা হয়নি। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে নির্বাচন হতে যাচ্ছে আগামীকাল। শিক্ষার্থীরা মনে ধারণা করছেন নির্বাচনে মূল লড়াই হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও জাতীয়তাবাদী ছাত্রদলের মধ্যে। ভোট গ্রহণ হবে সকাল ৯ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। ২১ টি হলে বা কেন্দ্রে ভোটগ্রহণ হবে। প্রস্তুত করা হয়েছে ভোট কেন্দ্রগুলো। এবারের নির্বাচনের মেট ভোটার ১১৭৪৩ জন। মোট প্যানেল হয়েছে আটটি। কেন্দ্রীয় সংসদের ১৭৯ প্রার্থীর মধ্যে সহ-সভাপতি (ভিপি) প্রার্থী অমর্ত্য রায়ের প্রার্থীতা বাতিল হয়েছে এবং নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী সৈয়দা অনন্যা ফারিয়া। নির্বাচন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে আজ। শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে নিয়মিত শিডিউলের বাইরে অতিরিক্ত...