জীবন গতিময়, থেমে নেই তার পথচলা। আর এই পথচলার মাঝে নতুন করে রাতুলের সঙ্গে সম্পর্ক হয় ইশার। ইশা যেন একটু বেশি দুর্বল হয়ে পড়ে রাতুলের প্রতি। ধ্যান-জ্ঞান সবকিছুই রাতুলকে ঘিরে। মেয়ের এই রকম বেহায়াপনা সহ্য করতে পারে না পরিবারের কেউ। ইশা সিদ্ধান্ত নেয় রাতুলকে বিয়ে করবে। কিন্তু এরপর কী ঘটবে? এমন গল্পে নির্মিত হলো একক নাটক ‘নিয়তি’। রাজীব মণি দাসের রচনা নাটকটি নির্মাণ করেছেন নাজনীন হাসান খান। সম্প্রতি কালিগঞ্জের উলুখোলার বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্যধারণ করা হয়েছে। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিবলী নওমান, জান্নাতুন নূর মুন, মাসুদ মহিউদ্দিন, সাইকা আহমে, ফরিদ হোসাইন, স্নিগ্ধা হোসাইন, সুব্রত চক্রবতী, প্রমুখ। নিয়তির পরিচালক নাজনীন হাসান খান বলেন, মানুষের ভাগ্যে কখন কি ঘটে কেউ আগে থেকে জানে না। ক্ষেত্র বিশেষে একে অপরকে দোষারোপ করে, যদিও...