বগুড়ার শেরপুরে পুকুর দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকালে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ঘোলাগাড়ি গ্রামে এ সংঘর্ষ ঘটে। আহতদের প্রাথমিক চিকিৎসার পর গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্র জানায়, সাগরদিঘী পুকুর দখল নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের বিরোধ চলছিল। গতকাল মঙ্গলবার দুপুর ৩ টার দিকে কথা-কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। লাঠিসোঁটা ও ধারালো অস্ত্রের আঘাতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম ময়নুদ্দিন বলেন,সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে...