রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। কেন্দ্রীয় সংসদে ২৩ পদের বিপরীতে ২৫৫ জনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বুধবার বিকালে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান। কেন্দ্রীয় সংসদে মনোনয়ন জমা দেওয়া ২৬০ জনের মধ্যে পাঁচজনের প্রার্থিতা বাতিল করেছে কমিশন। এ ছাড়া সিনেট ছাত্রপ্রতিনিধি পাঁচ পদের বিপরীতে মনোনয়ন জমা দেন ৬২ জন। খসড়া তালিকায় সিনেট ছাত্রপ্রতিনিধি পদে দুজনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। তালিকায় কেন্দ্রীয় সংসদে সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী সাগর আহমেদ মিয়া, সাধারণ সম্পাদক (জিএস) আশিকুর রহমান, সহকারী পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক পদে শাহীন আলম, বিজ্ঞান ও প্রযুক্তি সহকারী সম্পাদক পদে রিচার্স চাকমা এবং কার্যনির্বাহী পদে সুজন চন্দ্রের প্রার্থিতা বাতিল করা হয়েছে। এ ছাড়া সিনেট ছাত্রপ্রতিনিধি নির্বাচনে মারুফ...