নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ||রাইজিংবিডি.কম ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম ও জিএস এস এম ফরহাদ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) ও সাধারণ সম্পাদক (জিএস) পদে বিজয়ী দুজনের বাড়ি পার্বত্য চট্টগ্রামে। তারা দুজনই চট্টগ্রাম বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসা থেকে আলিম পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল থেকে নির্বাচিত ভিপি মো. আবু সাদিকের (সাদিক কায়েম) বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়। তবে তার প্রাথমিক শিক্ষা ও কৈশোর কেটেছে পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলায়।আরো পড়ুন:সারা দেশে ছাত্রশিবিরের ২ দিনব্যাপী কর্মসূচি ঘোষণাডাকসুর ১২ সম্পাদক পদে একটিতেও নেই ছাত্রদল নবনির্বাচিত জিএস এস এম ফরহাদের বাড়ি রাঙ্গামাটির পার্বত্য জেলায়। সাদিক কায়েম ও এস এম ফরহাদ চট্টগ্রাম বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন বলে রাইজিংবিডি ডটকমকে তথ্য দিয়েছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ...