দীর্ঘ ৩৩ বছর পর ৭০ হাত গভীর মাটির নিচ থেকে অবশেষে ১৮০ ফুট দৈর্ঘ্য, ১৪ ফুট প্রশস্ত ও ১৭ ফুট উচ্চতার একটি মালবাহী জাহাজের কঙ্কাল উদ্ধার করা হয়েছে। ১৯৯২ সনের আগস্ট মাসে চট্টগ্রাম থেকে বৈদ্যুতিক সরঞ্জাম নিয়ে মালবাহী জাহাজ এমভি মোস্তাবি যাচ্ছিল খুলনা। বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার মিঠুয়া এলাকার তেঁতুলিয়া নদী অতিক্রমকালে হঠাৎ ঝড়ে জাহাজটি ডুবে যায়। সেসময়ে কিছু মালামাল উদ্ধার করা হলেও ১৮০ ফুট দীর্ঘ জাহাজটি তেঁতুলিয়া গ্রাস করে নেয়। জাহাজটি উদ্ধারের চেষ্টা করা হলেও ভারি জাহাজটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। তারপরে ডুবন্ত জাহাজটি ডুবার কারণে কালপরিক্রমায় তেঁতুলিয়া তার গতিপথ পরিবর্তন করায় সেখানে ক্রমান্বয়ে চর পরে ৭০ হাত গভীরে হারিয়ে যায় জাহাজটি। এখন ওই স্থানটি মিঠুয়া গ্রাম নামেই পরিচিত। কিছু বসতি নির্মিত হয়েছে। বাকি জমি ধানক্ষেত। কিন্তু জাহাজটি উদ্ধারের...