এ সময় আলগী ইউনিয়নবাসী ইসি আনোয়ারুল ইসলাম সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দেন। তারা বলেন- ‘অবৈধ কমিশন, মানি না, মানবো না’; ‘অবৈধ ডিসিশন (সিদ্ধান্ত) মানি না, মানবো না’; ‘আনোয়ারের রক্ত, কুকুরের খাদ্য, আনোয়ারের চামড়া তুলে নেবো আমরা’, ‘আনোয়ারের দুই গালে জুতা মারো তালে তালে।’ পুখুরিয়া এলাকায় হামিরদী ইউনিয়নের বাসিন্দা মো. রহমত আলী বলেন, ‘আমরা কষ্ট করছি, হাজার হাজার মানুষ কষ্ট পাচ্ছে। একজন স্ট্রোক করে মারা গেছে। আর নির্বাচন কমিশন বসে বসে দেখছে। এটা আমরা চাই না। আমরা যেখানে ছিলাম সেখানে আমাদের ফিরিয়ে দেন। তাহলে আমরা আন্দোলন করবো না।’ এদিকে এদিন উপজেলা পরিষদ কার্যালয় ঘেরাও ও রেলপথ অবরোধের ঘোষণা দিলেও সেটা করতে ব্যর্থ হন বিক্ষুব্ধরা। এদিন সকাল থেকে নিরাপত্তার বলয়ে ঢেকে রাখা হয় উপজেলা পরিষদ কার্যালয়। প্রবেশপথে সেনাবাহিনী, র্যাব ও পুলিশকে যৌথভাবে...