দুর্গাপূজা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন ২২ বিশিষ্ট নাগরিক। আজ বুধবার এক যৌথ বিবৃতি দিয়ে তারা স্বরাষ্ট্র উপদেষ্টার 'এবার দুর্গাপূজা নিয়ে মদ-গাঁজার আসর বসানো যাবে না' মন্তব্য প্রত্যাহার ও ক্ষমা প্রার্থনার দাবি জানান। বিবৃতিতে বলা হয়, দুর্গোৎসব সনাতন হিন্দুদের ধর্মীয় পূজা হলেও বাস্তবে এটি সমাজের সব ধর্ম-বর্ণ-পেশার মানুষের মিলনমেলা এবং অসাম্প্রদায়িক সংস্কৃতির অনন্য উদাহরণ। সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন- ‘এবার দুর্গাপূজা নিয়ে মদ-গাঁজার আসর বসানো যাবে না।’ তার এ বক্তব্য কেবল একটি সুপ্রাচীন, সর্বজনীন ধর্মীয় উৎসবের ভাবগাম্ভীর্য ও পবিত্রতাকে ক্ষুণ্ন করেনি; বরং শিশু, নতুন প্রজন্ম ও ভিন্ন ধর্মাবলম্বীদের কাছে দুর্গাপূজাকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত করে এক বৈষম্যমূলক ও বিভ্রান্তিকর বার্তা দিয়েছে। এটি সনাতন হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাতের পাশাপাশি বাংলাদেশের দীর্ঘকালীন সাম্প্রদায়িক...