ভালুকা পৌরসভার ১নং ওয়ার্ড ভান্ডাব এলাকার শাহজাহান পাটোয়ারী অন্যের জমি লিজ নিয়ে বানিজ্যিকভাবে পেঁপে আবাদ করে ব্যাপক সফলতা অর্জন করেছেন। ভালুকা সদর হতে ১২ কিলোমিটার পশ্চিমে টেকটিলা বেষ্টিত গারো, মান্দাই, কোচসহ বিভিন্ন সম্প্রদায়ের আদিবাসীদের আবাসস্থল ডুমঘিাট গ্রাম। ওই গ্রামে ২০ একর পতিত জমি বাৎসরিক ভাড়ায় লিজ নিয়ে শাহজাহান পাটোয়ারী গড়ে তোলেছেন ছোট মেয়ের নামে ইলমা এগ্রো ফার্ম নামে লেবু,আম,কলা ও পেঁপেসহ বহুমুখী কৃষি খামার। এক পাশে কলা বাগান, আরেক পাশে আম লেবু ও এক পাশে সাড়ি সাড়ি পেপের গাছ। ভালুকা হতে প্রতিদিন তিনি খামার পরিদর্শনে যাতায়াত করে থাকেন। গতকাল মঙ্গলবার দুপুরে মোবাইল ফোনে যোগাযোগ করে শাহজাহানের খামারে উপস্থিত হলে তিনি প্রথমে তার একটি পেঁপে বাগানে নিয়ে যান। তিনি জানান ২০২২ সালে ডাকাতিয়া ইউনিয়নের আদিবাসী পল্লী ডুমনিঘাট গ্রামে বিভিন্ন লোকের নিকট...