দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের দিনের ধারাবাহিকতায় সপ্তাহের চতুর্থ কার্যদিবস গতকাল সবগুলো মূল্যসূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন এক্সচেঞ্জটির সবগুলো সূচক ১ শতাংশের বেশি কমেছে। আগের দিন সবগুলো সূচক দুই শতাংশের কাছাকাছি কমেছিল। গতকাল এক্সচেঞ্জটির লেনদেন টানা ৯ কার্যদিবস পর হাজার কোটির নিচে নেমেছে। তার চেয়ে বড় বিষয় হলো, মাত্র দুই দিনেই ডিএসইর বাজার মূলধন কমেছে ১০ হাজার কোটি টাকার বেশি। বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৬৫ পয়েন্ট বা ১ দশমিক ১৭ শতাংশ কমে ৫ হাজার ৪৭৩ পয়েন্টে নেমেছে। মঙ্গলবার লেনদেন শেষে যা প্রায় ৯০ পয়েন্ট বা ১ দশমিক ৫৯ শতাংশ কমে ৫ হাজার ৫৩৮ পয়েন্টে ছিল। আর ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ১৬ পয়েন্ট বা ১ দশমিক ৩০ শতাংশ কমে...