পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, জাতীয় ফুটবল দলের সদস্যসহ নেপালে আটকে পড়া সব বাংলাদেশি নিরাপদে আছেন এবং পরিস্থিতি স্বাভাবিক হলেই তারা ফিরে আসতে পারবেন। আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা। তৌহিদ হোসেন বলেন, ‘যতক্ষণ পরিস্থিতির উন্নতি না হয়, ততক্ষণ আমরা কিছুই করতে পারি না। ঢাকা ও কাঠমান্ডুর মধ্যে বিমান চলাচল স্বাভাবিক হলেই তাদের ফিরে আসা সম্ভব হবে।’ আটকে পড়া ব্যক্তিদের ভারত দিয়ে ফিরিয়ে আনার সম্ভাবনা নাকচ করে উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, তাদের কারও কাছেই ভারতীয় ভিসা নেই। তাই, আমাদের অপেক্ষা করতে হবে। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, অস্থিরতার সময় একটি ইতিবাচক ইঙ্গিত দেখা গেছে। বিক্ষোভকারীরা রাজনৈতিক নেতাদের জন্য হোটেলে তল্লাশি করার সময় বাংলাদেশি ফুটবলারদের মুখোমুখি হয়েছিল এবং তারা তাদের বিরক্ত না করেই চলে গিয়েছিল।...