চলতি বছরের প্রথম ৯ মাসে বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম রেকর্ড স্তরে পৌঁছেছে। চলতি সেপ্টেম্বরের মাত্র ১০ দিনে স্বর্ণের দাম বেড়েছে ছয়বার। একভরি ২২ ক্যারেট স্বর্ণের মূল্য বর্তমানে দাঁড়িয়েছে ১ লাখ ৮৫ হাজার ৯৪৭ টাকায়, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। ফলে ক্রেতারা আগ্রহ হারাচ্ছেন, বিপাকে পড়ছেন জুয়েলারি ব্যবসায়ীরা। সর্বশেষ একদিনের ব্যবধানে ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরিতে ৩ হাজার ১৩৫ টাকা বেড়েছে। তবে এই দামের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট ও ৬ শতাংশ মজুরি যোগ হওয়ায় ক্রেতাদের জন্য একভরি গয়না কিনতে খরচ হচ্ছে প্রায় ২ লাখ টাকার বেশি। অর্থনীতিবিদরা বলছেন, স্বর্ণের দাম কেবল বাজারে রেকর্ড গড়ছে না, এটি নিরাপদ বিনিয়োগের জনপ্রিয় মাধ্যম হিসেবেও শক্ত অবস্থান করছে। তবে তারা বলছেন, বাংলাদেশে ক্রেতা কমছে, কিন্তু বৈশ্বিক প্রভাব ও বিনিয়োগকারীর আগ্রহ দাম বাড়ানোর অন্যতম কারণ। আগামী...