যশোরের ঝিকরগাছা উপজেলার অনলাইন পত্রিকার তিন সাংবাদিকের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। ২০ লাখ টাকা মানহানীর অভিযোগে উপজেলার পদ্মপুকুর গ্রামের মুক্তার মোড়ল এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বর্ণালী রানী অভিযোগের তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন ঝিকরগাছার থানার ওসিকে। অভিযুক্তরা হলেন, ঝিকরগাছা উপজেলার পুরন্দপুর গ্রামের বাসিন্দা ও চাঁদনী বিডি ডট কমের প্রকাশক আফজাল হোসেন চাঁদ, সন্তোষনগর গ্রামের বাসিন্দা ও কলারোয়া নিউজের প্রকাশক মিঠুন সরকার এবং আঙ্গারপাড়া গ্রামের আবু হোসেনের ছেলে খোরশেদ আলম। মামলা সূত্রে জানা গেছে, মুক্তার মোড়ল এসিআই কোম্পানির লাইভ স্টক এসিস্টেন্ট হিসেবে দীর্ঘদিন ধরে পশুর কৃত্রিম প্রজননসহ সেবা দিয়ে আসছিলেন। গত ১ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে জানতে পারেন অনলাইন পত্রিকায় ঝিকরগাছায় সাংবাদিক পরিচয়ে পশু চিকিৎসকের রাম রাজত্ব ও ৭৫ টাকার বীজ বিক্রয় করছে ১২শ’ টাকা শিরোনামে সংবাদ...