গত ৫ আগস্ট পরবর্তী রাজনীতির আকাঙ্ক্ষা অনুধাবনে ব্যর্থতাই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের পরাজয়ের অন্যতম কারণ বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, নতুন প্রজন্মের শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে পরিবর্তনের অঙ্গীকারই জিতিয়েছে ছাত্রশিবির সমর্থিত প্যানেলকে। জাতীয় নির্বাচনের আগে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ৮০ শতাংশের বেশি ভোট শুধু অভূতপূর্বই নয়, আশাব্যঞ্জক। নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের বিপুল জয় আর ছাত্রদলের ভরাডুবি নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। ফলাফল ঘোষণার মধ্যেই ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান ও স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ তুলে ফল প্রত্যাখ্যান করেছেন। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মনোভাব বুঝতে না পারা, জুলাই-পরবর্তী দলের অবস্থান ও সঠিক পরিকল্পনার অভাব ডাকসু নির্বাচনে ছাত্রদলের পরাজয়ের কারণ বলছেন বিশ্লেষকরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান...