১০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২১ পিএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২১ পিএম বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী সহ বেশ কয়েকজন মন্ত্রী ও কয়েকজন এমপি পদত্যাগ করলেও বর্তমান মন্ত্রীসভার অধীনেই দেশ পরিচালিত হবে বলে এক বিবৃতিতে জানিয়েছেন নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পওদেল। তিনি অজ্ঞাত স্থান থেকে আন্দোলনকারী 'জেন জি’ প্রতিনিধিদের আলোচনায় আসার আহ্বান জানিয়েছিলেন। তবে তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে এবং কোথায় রাখা হয়েছে -সে সম্পর্কে আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেনি নেপালি সেনাবাহিনী। বিবিসির পক্ষ থেকে নেপালি সেনাবাহিনীর মুখপাত্র রাজারাম বাসনেতের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, রাষ্ট্রপতিসহ শীর্ষ নেতাদের অবস্থান সম্পর্কে তিনি "অজ্ঞ"। রামচন্দ্র পওদেল সাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয় যে সংবিধানের নিবন্ধ ৭৭ এর ধারা তিন অনুযায়ী নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব না নেয়া পর্যন্ত বর্তমান মন্ত্রীসভার অধীনেই দেশ পরিচালিত হবে। রাষ্ট্রপতি পওদেল প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ...