১০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২১ পিএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২১ পিএম ভারতীয় সংগীত জগতের জনপ্রিয় মুখ মোনালি ঠাকুরের বিবাহ বিচ্ছেদের খবর ঘিরে শুরু হয়েছে জোর গুঞ্জন। যদিও তিনি নিজে এখনো মুখ খুলেননি, কিন্তু তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ইনস্টাগ্রামে শেয়ার করা একটি রহস্যময় পোস্ট যেন সব ধোঁয়াশার মাঝে নতুন করে উত্তেজনা ছড়াল। দেশটির গণমাধ্যম সূত্রে জানা যায়, গোপনে বিয়ে করেছিলেন মোনালি ঠাকুর। বিয়ের ৩ বছর পর্যন্ত কেউ জানতেই পারেননি মোনালি বিয়ে করেছেন। পরে জানা যায়, সুইজারল্যান্ডের মাইক রিখটার নামে একজনের সঙ্গে ঘর করেছেন তিনি। কিন্তু তারপর শুরু হয় সমস্যা। কাজের জন্য দুজন দুই দেশে। এখন কী তাহলে ডিভোর্স? যদিও এতোদিন এই বিষয়ে নিয়ে কোনো বিবৃতি দেননি তিনি। এমনকি কোনো রকম পোস্টও করেননি। তবে এই ডিভোর্স গুঞ্জনের মধ্যে নিজের সোশ্যাল হ্যান্ডেল...