মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ পর্যন্ত শুল্কারোপ করায় দুদেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে। এমনকি ভারতের রাশিয়া থেকে তেল কেনার কারণেও অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছে ওয়াশিংটন। এতে বেজায় চটেছেন ভারতীয় র্যাপার বাদশাহ। ট্রাম্পের এ শুল্কনীতিতে আমেরিকায় দাড়িয়ে সেই নীতির জবাব দেন এ সংগীতশিল্পী। এ মুহূর্তে যুক্তরাষ্ট্র ও ভারত সম্পর্কে টানাপোড়েন রয়েছে। আর এ নিয়ে মার্কিনমুলুকে দাঁড়িয়েই তার শুল্কনীতির সমালোচনা করলেন ভারতীয় ব়্যাপার বাদশাহ। নিউজার্সিতে নিজের কনসার্টে ট্রাম্পের শুল্কনীতিতে গানের মাধ্যমে খোঁচা দিলেন এ সংগীতশিল্পী। উত্তর আমেরিকা সফরের অংশ হিসাবে ভার্জিনিয়ায় দর্শক উপচেপড়া ভিড়ের সামনে শোয়ে পারফর্ম করেন র্যাপার বাদশাহ। সেখানেই সংগীতপ্রেমী দর্শকের সামনে তিনি ট্রাম্পের শুল্কনীতির জবাব দেন। ‘বীরে দি ওয়েডিং’-এর জনপ্রিয় গান ‘তারিফান’ গাওয়ার সময় বাদশাহ লাইন বদলে ফেলেন। এ সময় এ সংগীতশিল্পীকে গাইতে...