কুমিল্লার বরুড়ায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অভিযানে মাদকসহ ধৃত তিন মাদকসেবীকে ভ্রাম্যমান আদালতে ভিন্ন ভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করা হয়েছে। জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকালে ৩টার দিকে কুমিল্লা জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. সাইফুল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে বরুড়া পৌর শহরের হুরুয়া নামক এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালিত হয়েছে। এ সময় মাদক খেয়ে এলাকায় জনসাধারণের শান্তি শৃঙ্খলা বিঘ্ন সৃষ্টির দায়ে তিন জন মাদকসেবীকে ১১ পিস ইয়াবা এবং ১০ পিস ট্যাপান্ডলসহ আটক করা হয়। পরে তাদেরকে ওই স্থানে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হয়। ভ্রাম্যমান আদালত মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ সনের ৯ (১) এর দফা (গ) অপরাধে এবং একই আইনের ৩৬ (৫) ধারা মোতাবেক মাদকসেবী মামুন হোসেনকে (৪০) ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ৫ হাজার টাকা জরিমানা,...