নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি নিউলাইন ক্লোথিংস লিমিটেডের শেয়ার কারসাজির দায়ে পাঁচ বিনিয়োগকারীকে মোট ১৩ কোটি ৩৩ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) বিএসইসি'র ৯৭২তম কমিশন বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে কমিশন জানায়, তদন্তে কারসাজির প্রমাণ মেলায় অভিযুক্তদের বিরুদ্ধে এই জরিমানা আরোপ করা হয়েছে। বিএসইসির সূত্র অনুযায়ী, ২০২১ সালের ২৪ মে থেকে ৫ জুলাই পর্যন্ত সময়ে নিউলাইন ক্লোথিংসের শেয়ারের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির ঘটনা তদন্ত করে নিয়ন্ত্রক সংস্থা। তদন্তে প্রমাণিত হয় যে, একদল বিনিয়োগকারী এই কারসাজির সঙ্গে জড়িত। জরিমানাপ্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠান হলো: রিয়াজ মাহমুদ (১ কোটি ১৪ লাখ টাকা), আবুল বাশার (৪ কোটি ২ লাখ টাকা), সরকার প্রিন্টিং অ্যান্ড পাবলিশিং (৪ কোটি ২৮ লাখ টাকা), মো. সেলিম (১...