বরগুনার বামনায় বিষখালী নদীর ভাঙন রোধ ও টেকসই বেড়িবাঁধ দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপি উপজেলার সদর ইউনিয়নের কলাগাছিয়া গ্রামের সরকারি খাদ্য গুদামের সামনে বিষখালী নদীর পাড়ে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধনে বিষখালী নদীর ভাঙনের শিকার শত শত পরিবারের লোকজনসহ ওই এলাকার সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। স্থানীয়রা জানান, গত ছয় মাসে কমপক্ষে ১ একর জমি নদীর গর্ভে বিলীন হয়েছে। কোন ক্রমেই নদী ভাঙন ঠেকানো যাচ্ছে না। চোখের সামনে শতশত বিঘা আবাদি ফসলি জমি গিলে খাচ্ছে বিষখালী নদী। বিলীন হয়ে যাচ্ছে বসত বাড়িসহ পূর্ব পুরুষের কবর। এছাড়া এখানে রয়েছে উপজেলার খাদ্য গুদাম ও সরকারি আবাসনের প্রায় শতাধিক ঘর যা বিষখালী নদীর অব্যাহত ভাঙ্গনে বিলীন হয়ে যেতে পারে ।...