সিলেট:ভূমি জবর দখল নিতে প্রবাসীর স্ত্রীকে মামলা দিয়ে হয়রানি করছেন আবু বক্বর নামে ইউনিয়নের ওয়ার্ড জামায়াতের এক নেতা। প্রবাসীর কেনা ভূমির নামজারি ভাঙিয়ে নিয়েছেন তিনি। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ৭নং জালালপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড জামায়াতের সভাপতি স্থানীয় দক্ষিণ করিমপুর গ্রামের বাসিন্দা আবু বক্করের বিরুদ্ধে এসব অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন ওই প্রবাসী আব্দুল মালিক দুলালের স্ত্রী হাজেরা বেগম। লিখিত বক্তব্যে হাজেরা বেগম বলেন, ২০২০ সালের ১৫ ডিসেম্বর একই গ্রামের নেছার আলীর কাছ থেকে সাড়ে ৪ লাখ টাকায় সাড়ে ১৩ শতক জায়গা কিনেন। ভূমির দলিল গ্রহিতা তার স্বামী আব্দুল মালিক দুলাল ও তার বড় বোনের স্বামী খালেরমুখ নৈখাই গ্রামের মরহুম রইছ মিয়ার ছেলে নুর মিয়া। ২০২১ সালে একই মালিকের কাছ থেকে ৮ শতক জায়গা জামায়াত সভাপতি আবু...