সিলেটের জাফলংয়ের পিয়াইন নদীতে সাঁতার কাটতে গিয়ে আবু সুফিয়ান (২৬) নামের এক পর্যটক স্রোতের টানে ডুবে মারা গেছেন। বুধবার বিকেল ৪টার দিকে জাফলংয়ের জিরোপয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। আবু সুফিয়ান গোলাপগঞ্জ উপজেলার শিংপুর গ্রামের আব্দুল হকের ছেলে এবং পেশায় কম্পিউটার মেকানিক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে সুফিয়ানসহ আট বন্ধু জাফলং ভ্রমণে যান। বিকেলে তারা সবাই নদীতে সাঁতার কাটতে নামেন। এসময় প্রবল স্রোতে ভেসে যান সুফিয়ান। অন্যরা তীরে উঠতে পারলেও তিনি আর উঠতে পারেননি। খবর পেয়ে ট্যুরিস্ট পুলিশ, থানা পুলিশ এবং স্থানীয় ডুবুরিরা উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ সময় তল্লাশি চালানোর পর সন্ধ্যায় তার মৃতদেহ উদ্ধার করা হয়। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা...