এশিয়া কাপের স্কোয়াডে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানকে বাদ দেওয়ার সিদ্ধান্তে পাকিস্তান ক্রিকেটে চলছে তুমুল আলোচনা। দেশটির দুই তারকা ব্যাটার নিয়মিত রান করলেও তাদের ব্যাটিং টেম্পো নিয়ে দীর্ঘদিন ধরেই সমালোচনা হচ্ছিল। এবার সাবেক অধিনায়ক ও কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামও সমর্থন দিলেন নির্বাচকদের সিদ্ধান্তকে। সনি স্পোর্টসে কথা বলতে গিয়ে আকরাম বলেন, “আমার মনে হয় দলটা এখন ঠিকঠাক করছে। বাবর ও রিজওয়ানকে চার–পাঁচ বছর ধরে যথেষ্ট সুযোগ দেওয়া হয়েছে। তারা ভালো করেছে, তবে ধারাবাহিকভাবে সেরাটা দিতে পারেনি। তাই নতুন ছেলেদের সুযোগ দেওয়াই স্বাভাবিক।” তিনি আরও যোগ করেন, “বাবর নেই, রিজওয়ানও নেই। ধারণাটা হলো ওদের ছেড়ে এগিয়ে যাওয়া, তরুণদের সুযোগ দেওয়া। ওরা এখনো ধারাবাহিক নয়, কিন্তু মানসিকতা ঠিক আছে। হারের ভয় নেই। যখন হারের ভয় থাকে, তখন চাপের মুখে ভেঙে পড়তে হয়। এই...