পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আশ্বস্ত করেছেন যে, নেপালে চলমান অস্থিরতার মধ্যে জাতীয় ফুটবল দলের খেলোয়াড়সহ সব বাংলাদেশি নিরাপদে আছেন। পরিস্থিতি স্বাভাবিক হলেই তারা দেশে ফিরতে পারবেন। বুধবার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, যতক্ষণ না পরিস্থিতির উন্নতি হচ্ছে, ততক্ষণ আমরা কিছুই করতে পারি না। ঢাকা ও কাঠমান্ডুর মধ্যে বিমান চলাচল স্বাভাবিক হলে তাদের ফেরত আসা সম্ভব হবে। ভারত হয়ে ফেরত আসার সম্ভাবনা নাকচ করে দিয়ে তৌহিদ বলেন, তাদের কারও কাছেই ভারতীয় ভিসা নেই। তাই আমাদের অপেক্ষা করতে হবে। অস্থিরতার মধ্যেও বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে তিনি আশ্বস্ত করে বলেন, রাজনৈতিক নেতাদের খুঁজতে গিয়ে আন্দোলনকারীরা যখন একটি হোটেল তল্লাশি করে, তখন বাংলাদেশি ফুটবলারদের মুখোমুখি হয়েছিল। কিন্তু তাদের বিরক্ত না করেই সরে যায়। আমাদের প্রতি কোনও নেতিবাচক মনোভাব নেই, তাই আমি কোনও সংকটের...