সাড়ে তিন দশক পর অনুষ্ঠিত হতে যাওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের আচরণবিধি প্রকাশ করা হয়েছে। বুধবার প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন এ আচরণবিধি নিয়ে সাংবাদিকের সঙ্গে মতবিনিময় করেন। আচরণবিধিতে বলা হয়েছে, নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের ‘ডোপ টেস্ট’ ফলাফল পজেটিভ হলে তার প্রার্থিতা বাতিল হবে। কেউ প্রার্থিতা প্রত্যাহার করতে চাইলে সশরীরে গিয়ে প্রত্যাহার করতে হবে। মনোয়ন গ্রহণ ও জমা দেওয়ার সময় মিছিল ও শোভাযাত্রার পাশাপাশি পাঁচজনের বেশি সমর্থক নেওয়া যাবে না। নির্বাচনি প্রচার ও মনোনয়ন গ্রহণ ও জমাদানের সময় কোনো প্রার্থী যানবাহন ব্যবহার করতে পারবে না। নির্বাচনের দিন অনুমোদিত যানবাহন ছাড়া কোনো যানবাহন ক্যাম্পাসে চলাচল করতে পারবে না। ভোটারদের আনা-নেওয়ার ক্ষেত্রেও কোনো যানবাহন ব্যবহার করা যাবে না। বিধিতে বলা হয়েছে, আগামী ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ...