বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেন, প্রবাসীর ভোটের মাধ্যমে বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রবাসীরা সহযোগিতার হাত বাড়িয়ে দিবে আগামী নির্বাচনে। একই সঙ্গে সাংগঠনিক কার্যক্রম আরো জোরদার করে দেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনতে সক্ষম ভূমিকা রাখবে প্রবাসীরা। গত রোববার (৭ সেপ্টেম্বর) ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু সালেহ বুলবুল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বিশেষ ব্যস্ততার কারণে যুক্ত না হতে পারলেও বিএনপি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার প্রতিষ্ঠাবার্ষিকীর সাফল্য কামনা করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।...