গণমাধ্যম সংস্কার কমিশনের ১৯৪ পৃষ্ঠার প্রতিবেদনের ১১৩, ১৪৬, ১৪৭ ও ১৪৮ নম্বর পৃষ্ঠায় ‘আদিবাসী’ শব্দ ব্যবহারের প্রতিবাদে এবং প্রতিবেদন থেকে এ শব্দ বাদ দেওয়ার দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণে সচেতন ছাত্র-জনতা রাঙামাটি পার্বত্য জেলা উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। সমাবেশে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙামাটি জেলা সভাপতি তাজুল ইসলাম তাজের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক পারভেজ মোশাররফ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পিসিএনপি কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মজিবর রহমান। প্রধান বক্তা ছিলেন সমঅধিকার আন্দোলনের আহ্বায়ক কামাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পিসিএনপি রাঙামাটি জেলা সভাপতি মোহাম্মদ সোলায়মান। এছাড়া বক্তব্য রাখেন— পিসিএনপি জেলা সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম, সহসভাপতি কাজী জালোয়া, পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি আসিফ ইকবাল, সাংগঠনিক সম্পাদক...