বলিউডে শাহরুখ খানের যত বিখ্যাত সংলাপ রয়েছে তার মধ্যে অন্যতম ‘ক-ক-ক-কিরণ’। ১৯৯৩ সালে যশ চোপড়া পরিচালিত সাইকোলজিক্যাল থ্রিলার ‘ডর’ সিনেমায় এই সংলাপ দিয়ে দর্শক মাতিয়েছিলেন তিনি। সে সিনেমায় রাহুল চরিত্রে তার ভিন্নধর্মী অভিনয় আজও মনে রেখেছেন দর্শক। নেটফ্লিক্সের প্রামাণ্যচিত্র ‘দ্য রোমান্টিকস’-এ শাহরুখ জানিয়েছেন, ‘ডর’ ছবির জন্য চরিত্র তৈরির সময় তিনি অনুপ্রেরণা নিয়েছিলেন তোতলানো স্বভাবের এক সহপাঠীর কাছ থেকে। শাহরুখ বলেন, ‘আমার এক ক্লাসমেট তোতলাতেন। পরে একটি বিবিসির ডকুমেন্টারি দেখি যেখানে বলা হয় কোনো শব্দ নিয়ে অতিরিক্ত সচেতন হলে মস্তিষ্ক সাড়া দেয় এক ধরনের ইলেকট্রিক কারেন্টের মতো। তখন ওই শব্দ উচ্চারণ করা কঠিন হয়ে পড়ে।’ এই ব্যাখ্যার সূত্র ধরেই শাহরুখ প্রস্তাব দেন, রাহুল চরিত্রটি শুধু ‘কিরণ’ নামটি উচ্চারণ করার সময় তোতলাবে। কারণ সে এই নারীর প্রতি এতটাই মোহগ্রস্ত যে তার নামটাই...