শ্রীমঙ্গল বাংলাদেশের চায়ের রাজধানী হিসেবে খ্যাত, যেখানে সারি সারি সবুজ চা-বাগান মন মোহিত করে। এখানকার পাহাড়-টিলা, ঝরনা ও সবুজ প্রকৃতি পর্যটকদের জন্য স্বর্গরাজ্য। চারিদিকে সবুজে ঘেরা চা বাগান, পাহাড়, বনাঞ্চল, হাওর , হ্রদ ইত্যাদি শ্রীমঙ্গলকে সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে। ঢাকা থেকে ১৮০ কিলোমিটার দূরে, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার চিরহরিৎ সবুজ শহরটি কেবল চা-বাগানের জন্যই বিখ্যাত নয়। বরং প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটন সম্ভাবনার জন্যও এটি এখন দেশের অন্যতম আকর্ষণীয় গন্তব্য। শহরের পাশেই অবস্থিত রাধানগর গ্রাম, ছোট্ট হলেও পর্যটনের মাধ্যমে অর্থনৈতিকভাবে পরিবর্তিত একটি নতুন মডেল হিসেবে আবির্ভূত হয়েছে। প্রকৃতির কোলে রাধানগর : শ্রীমঙ্গল উপজেলা শহর থেকে মাত্র তিন কিলোমিটারের দূরত্বে অবস্থিত রাধানগর গ্রাম। পাখির চোখে দেখা এই গ্রামের নান্দনিক সৌন্দর্য যেন এক শ্যামল সংরক্ষিত বনভূমি। লাউয়াছড়া ন্যাশনাল পার্ক এবং চা-বাগানের প্রকৃতিক ছায়ায়...