১০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৯ পিএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৯ পিএম শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সমন্বয়কারী আজিজুর রহমানকে সাময়িকভাবে দলীয় কর্মকাণ্ড থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) গাইবান্ধা জেলা এনসিপির দপ্তর সম্পাদক রাশেদুল ইসলাম জুয়েলের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সুন্দরগঞ্জ উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী আজিজুর রহমানকে দলের সকল কর্মকাণ্ড থেকে সাময়িকভাবে বিরত রাখা হয়েছে, যা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে। এনসিপির কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) নাজমুল হাসান সোহাগ বলেন, “আজিজুর দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। কারণ দর্শানোর নোটিশের জবাব না দেওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। সম্ভবত তিনি অন্য কোনো দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য আমাদের দলে যোগ দিয়েছিলেন।” জানা যায়, আজিজুর রহমান গণঅধিকার পরিষদের সুন্দরগঞ্জ উপজেলা সমন্বয়কারী...