শুরুটা ভালো করলেও শেষটা রাঙাতে পারলেন না আরব আমিরাতের ব্যাটাররা। বরং ভারতের স্পিনঘূর্ণির সামনে একের পর এক পরাস্ত হলেন তারা। এক কুলদীপ যাবদ প্রশ্নেরই যেন উত্তর খুঁজে পাচ্ছিলেন না ব্যাটাররা। অল্প রানেই গুটিয়ে গেছে আরব আমিরাত। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) প্রথমে ব্যাট করতে নেমে ১৩.১ ওভারে সবগুলো উইকেট হারিয়ে মাত্র ৫৭ রানেই গুটিয়ে গেছে আরব আমিরাত। জয়ের জন্য মাত্র ৫৮ রান প্রয়োজন ভারতের। টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল সংযুক্ত আরব আমিরাত। ওপেনিং জুটি থেকেই এসেছিল ২৬ রান। কিন্তু ওই যা! এরপর আর কোমড় সোজা দাঁড়াতেই পারেনি মোহাম্মদ ওয়াসিমের দল। থেমেছে ৫০ পেরোতেই। ভারতীয় বোলারদের তোপের মুখে একের পর এক উইকেট হারিয়ে যাওয়া-আসার লম্বা লাইন তৈরি করে টুর্নামেন্টের আয়োজকরা। আরব আমিরাতের দুই ওপেনার আলিসান শারাফু আর মোহাম্মদ ওয়াসিম...