ঢালিউড অভিনেত্রী জয়া আহসান দুই বাংলাতেই সমানতালে অভিনয় করে যাচ্ছেন। যে কারণে বাংলাদেশ-ভারত— দুই দেশেই রয়েছে তার সমানসংখ্যাক ভক্ত-অনুরাগী। রোববার (৭ সেপ্টেম্বর) ওপার বাংলা কলকাতায় এক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন অভিনেত্রী। সেখানে একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেন জয়া আহসান। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, বাংলাদেশ নিয়ে অনেক ভুয়া খবর ছড়িয়েছে। বাংলাদেশ নিয়ে মানুষের কাছে ভুল বার্তা গেছে। দেশে সিনেমা তৈরি হচ্ছে না— এমন নয়। বরং আগের মতোই ভালো কাজ হচ্ছে। নইলে আমরা বেঁচে আছি কী করে? জয়া আহসান বলেন, সামাজিক মাধ্যম যেহেতু মানুষের জীবনে গভীর প্রভাব ফেলছে। তাই এ বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি বলেন, সিনেমার নায়িকা যদি সামাজিক মাধ্যমে জনপ্রিয় হন, তাহলে সিনেমার বাণিজ্যিক সাফল্যের সম্ভাবনাও বাড়ে। অভিনেত্রী বলেন, কয়েক মিনিটের...