প্রবীণ রাজনীতিবিদদের হাতে নিয়ন্ত্রিত নেপালের রাজনীতিতে কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহ (বালেন শাহ নামে বেশি পরিচিত) একজন ব্যতিক্রমী তরুণ হিসেবে সামনে চলে এসেছেন। দেশটির অন্তর্বর্তী সরকারে তরুণদের প্রতিনিধি হিসেবে পছন্দের শীর্ষে উঠে এসেছেন তিনি। রাজধানী কাঠমান্ডুর মেয়র ৩৫ বছর বয়সী বালেন সাবেক র্যাপার। তাঁকে প্রায়ই ইনস্টাগ্রাম ও জনসমক্ষে গাঢ় রঙের ব্লেজার ও সানগ্লাস পরা অবস্থায় দেখা যায়। তরুণদের ব্যাপক বিক্ষোভের মুখে ৭৩ বছর বয়সী প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির পদত্যাগের পর বালেন আলোচনার কেন্দ্রে চলে এসেছেন। বালেনকে প্রধানমন্ত্রী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার এবং অলির স্থলাভিষিক্ত হওয়ার আহ্বান জানানো অনেকের মধ্যে একজন হলেন রেওয়ান্ত অধিকারী। তিনি এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) লিখেছেন, ‘আপনারই আমাদের নতুন প্রধানমন্ত্রী হওয়া উচিত।’ তিনি আরও লেখেন, ‘নেপাল দীর্ঘজীবী হোক।’ আন্দোলন–বিক্ষোভ সহিংসতায় মোট ২৫ জন নিহত হয়েছেন বলে নেপালের সংশ্লিষ্ট...