বরগুনার আমতলীতে যৌথবাহিনি অভিযানে ৮ টি গাড়িতে বিভিন্ন পর্যায়ে মামলা দেয় আমতলী ট্রাফিক বিভাগ। আমতলীর ফায়ারসার্ভিস সংলগ্ন এলাকায় বুধবার সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত নৌবাহিনী ও পুলিশ (যৌথবাহিনী) চেক পোস্ট বসিয়ে অবৈধ যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেন। বিশেষ অভিযানে আমতলী নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার লেঃ মোঃ সাইদুর রহমান (বিএন) ও আমতলী ট্রাফিকের ইনচার্জ সোয়াইব ইসলামের নেতৃত্বে টিএসআই মোঃ কামাল হোসেন ও টিএসআই মোঃ নুরজামাল ইসলাম গাড়ির ফিটনেস, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকায় ৮টি গাড়িতে ৩৬ হাজার টাকা জরিমানা করেন। এসময় উপস্থিত ছিলেনে আমতলী নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার লেঃ এম আর এস সাইদ (বিএন) ট্রাফিক ইনচার্জ সোয়াইব ইসলাম, আমতলী থানার এসআই ওয়ালি উল্লাহ, এসআই নাসরিন...