ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অভূতপূর্ব সাফল্য পেয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। ভিপি পদে বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন সাদিক কায়েম। পাশাপাশি জিএস পদে এসএম ফরহাদ ও এজিএস পদে মহিউদ্দিন খান বিজয়ী হয়েছেন।মোট ২৮টি পদের মধ্যে ২৩টিতেই জয় পেয়েছে শিবির সমর্থিত প্রার্থীরা, যা ডাকসুর ইতিহাসে এক রেকর্ড সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। ভিপি পদে সাদিক কায়েম পেয়েছেন ১২ হাজার ১০৬ ভোট, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন ৪ হাজার ৯১৫ ভোট।ফলাফল ঘোষণার আগেই সিনেট ভবনে শিবির সমর্থকদের উচ্ছ্বাস শুরু হয়। রাতভর উত্তেজনার পর বুধবার সকাল সাড়ে সাতটায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসিমুদ্দিন।ডাকসুতে সাদিক কায়েমের জয় ঘিরে নতুন করে আলোচনায় এসেছে তার বিতর্কিত অতীত। অনেকের দাবি, তিনি একসময়...