ভোলার চরফ্যাশনের সাগর মোহনায় রুবেল (৩৩) নামের এক জলদস্যুকে জেলেরা আটক করে ঘাটে ফিরে পুলিশে সোপর্দ করেছেন।বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে বঙ্গোপসাগর মোহনা থেকে জেলেরা ওই জলদস্যুকে আটক করেন। আটককৃত ওই জলদস্যু সদস্য রুবেল কক্সবাজার এলাকার বাঁশখালী এলাকার বলে জানাগেছে।হাজারীগঞ্জ ইউনিয়নের মাইন উদ্দিন ঘাটের জেলেরা জানান, সোমবার শশীভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়নের মাইনউদ্দিন ঘাটের ইউসুফ মাঝির একটি মাছ ধরা ট্রলার সাগর মোহনা থেকে দস্যুচক্ররা তার মাছ ও জালসহ কক্সবাজারের বাঁশখালী এলাকার সাগর মোহনা থেকে ছিনিয়ে নিয়ে যায়। ইউসুফ মাঝি ছাড়া বাকি জেলেদেরকে ভিতরে অবরুদ্ধ করে রাখেন। পরে ওই ট্রলার দিয়ে জলদস্যুরা সাগরে থাকা বিভিন্ন ট্রলারে ডাকাতি করে আসছিলেন। পরে সাগরে থাকা অন্য ট্রলারের জেলেরা বিষয়টি টের পেয়ে আরো কয়েকটি জেলে ট্রলারের জেলেদের সহযোগীতায় ইউসুফ মাঝির ট্রলারকে ধাওয়া করলে তার ট্রলারটি সাগর মোহনার...