আগামী সরকারের মন্ত্রীদের জন্য গাড়ি কেনার প্রস্তাব বাতিল করেছে অর্থ মন্ত্রণালয়। এ বিষয়ে গণমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে তা-ও সঠিক নয় বলে জানান অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। গতকাল মঙ্গলবার ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সচিবালয়ে এসব কথা বলেন তিনি। সালেহউদ্দিন আহমেদ জানান, ‘আগামী সরকারের মন্ত্রীদের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আসা গাড়ি কেনার প্রস্তাব বাতিল করেছে অর্থ মন্ত্রণালয়।’ জানা যায়, আগামী সরকারের মন্ত্রীদের জন্য ৬০টি গাড়ি কেনার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে এ প্রস্তাব এসেছিল। সেই প্রস্তাব বাতিল করেছে অর্থ মন্ত্রণালয়। তবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য ৩০০টি গাড়ি কেনা হচ্ছে। এ বিষয় উপদেষ্টা বলেন, ‘ইলেকশনের সময় ভাঙা গাড়ি নিয়ে বাইরে গেলে তো দুই মাইল পর সেই গাড়ি বন্ধ হয়ে যেতে পারে। সেটা তো আমরা অ্যালাউ করব না। সঠিক...