জাকসুর ভোটের কয়েকদিন আগে ‘সম্প্রীতির ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী অমর্ত্য রায়ের প্রার্থিতা বাতিলের ঘটনা ক্যাম্পাসে ব্যাপক উত্তেজনা সৃষ্টি করেছে। মঙ্গলবার দুপুরে হাইকোর্ট বাতিলের আদেশকে অবৈধ ঘোষণা করলেও, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চেম্বার আদালতে আপিল করে এবং হাইকোর্টের আদেশ স্থগিত করায় অমর্ত্য আর নির্বাচনে অংশ নিতে পারছেন না। নিয়মিত ছাত্রত্ব না থাকার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ — জাকসুতে তার প্রার্থিতা বাতিল করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যদিও প্রাথমিক বাছাই এবং চূড়ান্ত প্রার্থী তালিকায় তার নাম ছিল। প্রার্থিতা বাতিলের প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যা থেকে ‘সম্প্রীতির ঐক্য’ প্যানেলের প্রার্থী ও সমর্থকরা সিনেট হলে নির্বাচন কমিশন ও উপাচার্য অধ্যাপক কামরুল আহসানকে অবরুদ্ধ করে রাখেন। ভোর সাড়ে তিনটা পর্যন্ত গণমাধ্যমকর্মীদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। পরে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান বলেন, “আমরা নিজেদের ইচ্ছায় এখানে নেই।...