কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে ২০২৫-২৬ অর্থ বছরে মাসকালাইয়ের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে মাসকলাই বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, মাসকলাই প্রোটিনসমৃদ্ধ ফসল। যারা মাছ-মাংস কম খান, তারা মাসকলাই খেলে প্রোটিনের ঘাটতি পূরণ হবে। এছাড়া মাসকলাই চাষ শেষে একই জমিতে ধান উৎপাদন সম্ভব, যা কৃষকদের জন্য বাড়তি সুবিধা। তিনি আরো বলেন, অল্প খরচে অধিক ফলন পাওয়ায় কৃষকদের কাছে মাসকলাই চাষ অত্যন্ত লাভজনক। এসময় উপস্থিত ছিলেন, এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা কৃষি অফিসার মোঃ...