পৃথিবীতে যেখানে কণ্ঠস্বর মুহূর্তেই সাগর পেরোয়, আর যোগাযোগ মাত্র এক ক্লিক দূরে, সেখানে লং ডিসট্যান্স লাভ এখনো হৃদয়ের পরীক্ষা নেয়। নীরবতা থেকে যায়, অনেক কথা রয়ে যায় না বলা, আর দূরত্ব যেন হয়ে উঠে সীমাহীন। যেখানে গান স্পর্শ করে সেই নিঃশব্দ শূন্যতা, অপেক্ষার প্রতিধ্বনি আর দূরে থেকেও কাছে থাকার যন্ত্রণা। শুভেন্দু দাস শুভর সুর আর অংকনের লেখায় সৃষ্টি গান সেইসব জায়গায় ভেসে বেড়াবে, যেখানে প্রযুক্তি পৌঁছাতে পারে না, অনেকটা না পাঠানো চিঠির মতো, যা হাওয়ায় ভেসে যায়। এটা মনে করিয়ে দেয় সেই রিয়েলম্যাজিক এর কথা, যা ঘনিষ্ঠতা আর অনুপস্থিতির মাঝেও বেঁচে থাকে, এক ধরণের ভালোবাসা, যা বেঁচে থাকে ফিসফিসে, স্মৃতিতে, আর তারায়, যেগুলো এতোটাই দূরে যে চাইলেও ছোঁয়া যায় না, আবার এতোটাই কাছে যে ভুলতে চাইলেও ভোলা যায় না। এমনই...