বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) প্রস্তাবিত সরকারি ক্রয় বিধিমালা (পিপিআর), ২০২৫-এর গুরুত্বপূর্ণ দিকগুলো সাংবাদিকদের অবহিত করেছে। এ উপলক্ষে ১০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)-এর সম্মেলন কক্ষে বিপিপিএ এক কর্মশালার আয়োজন করে। দেশের জাতীয় দৈনিক, টেলিভিশন চ্যানেল, অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থার ৫০ জনেরও অধিক সাংবাদিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। কর্মশালাটির ব্যবস্হাপনা করে বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস (বিসিসিপি)। গত দুই মাস ধরে বিভিন্ন অংশীজনের সঙ্গে প্রস্তাবিত পিপিআর, ২০২৫ নিয়ে যে ধারাবাহিক পরামর্শ সভা চলছে, তারই অংশ হিসেবে এ কর্মশালা আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএমইডি সচিব মো. কামাল উদ্দিন। বিপিপিএ’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও সচিব এস. এম. মঈন উদ্দীন আহম্মেদ কর্মশালায় সভাপতিত্ব করেন। বিপিপিএ’র পরিচালক শাহ ইয়ামিন-উল...