বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) নির্বাচনকে ঘিরে প্রতিদিন যে নাটক তৈরি হচ্ছে, তা আবারও প্রমাণ করছে—বাংলাদেশে ক্রিকেট রাজনীতির বাইরে নয়। বিসিবির পক্ষ থেকে সম্প্রতি তিন সদস্যের একটি নির্বাচন কমিশন ঘোষণা করেছে, যা ২০২৫ সালের অক্টোবরে প্রথম সপ্তাহে অনুষ্ঠিতব্য বোর্ড অব ডিরেক্টরস নির্বাচন পরিচালনা করবে।কমিশন বোর্ডের গঠনতন্ত্র ও বিধি অনুযায়ী পুরো নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন ও চূড়ান্ত করবে। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ হোসেনকে প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে। তার সঙ্গে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন সিআইডির প্রধান ও অতিরিক্ত আইজিপি মো. সিবগাত উল্লাহ, বিপিএম, পিপিএম। তৃতীয় সদস্য হবেন জাতীয় ক্রীড়া পরিষদের যুগ্মসচিব (এক্সিকিউটিভ ডিরেক্টর), যিনি নির্বাচন কমিশনার হিসেবেও কাজ করবেন। সবচেয়ে বড় ব্যাপার হলো, বহুল প্রতীক্ষিত বিসিবি নির্বাচনকে ঘিরে এবার রাজনৈতিক লড়াই হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। সরকার সমর্থিত বর্তমান সভাপতি আমিনুল...